মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭২১
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭২১। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা ঘোষণা করেন, আমি হইলাম সর্বশক্তিমান আল্লাহ্, আমি ছাড়া অন্য কোন ইলাহ্ (মা'বূদ) নাই। আমিই রাজা-বাদশাহরদের মালিক এবং রাজাদের রাজা (শাহানশাহ্), সমস্ত বাদশাহর অন্তর আমার (কুদরতের) মুঠের মধ্যে। বস্তুতঃ বান্দাগণ যখন আমার আনুগত্য করে (আদেশ-নিষেধ মানিয়া চলে), তখন আমি শাসকদের অন্তরকে দয়া ও হৃদ্যতার সাথে তাহাদের দিকে ফিরাইয়া দেই। আর বন্দারা যখন আমার নাফরমানীতে লিপ্ত হয়, তখন আমি তাহাদের (শাসকদের) অন্তরকে প্রজাদের জন্য কঠোর ও নিষ্ঠুর করিয়া দেই। ইহারই ফলে তাহারা জনগণকে বিভিন্নভাবে কঠিন যাতনা দিতে থাকে। সুতরাং তোমরা তখন তোমাদের শাসকদের জন্য বদ-দো'আ করিও না; বরং নিজেদেরকে আল্লাহর যিকরে মশগুল রাখ ও তাঁহাকে, ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ কর, যাহাতে আমি তোমাদের জন্য যথেষ্ট হই। —আবু নুআইম হিলইয়া গ্রন্থে
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّحْمَةِ وَالرَّأْفَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ بِالسُّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ فَلَا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ وَلَكِنِ اشْغَلُوا أَنْفُسَكُمْ بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ كَيْ أَكْفِيَكُمْ ملوكَكم «. رَوَاهُ أَبُو نُعَيْمٍ فِي» الْحِلْيَةِ