মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭২০
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭২০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি কোন ব্যক্তি তাহার কোন মুসলমান ভাইয়ের দিকে এমন রুক্ষ দৃষ্টিতে তাকায়, যদ্দরুন সে ভয় পাইয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ্ তাহাকে অনুরূপভাবে ভয় দেখাইবেন। এই হাদীস চারিটি বায়হাকী শোআবুল ঈমান গ্রন্থে বর্ণনা করিয়াছেন এবং ইয়াহইয়ার হাদীসের ব্যাপারে তিনি বলেন, ইহা মুনকাতা' এবং তাহার রেওয়ায়ত দুর্বল।
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من نَظَرَ إِلَى أَخِيهِ نَظْرَةً يُخِيفُهُ أَخَافَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَى الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى هَذَا: مُنْقَطع وَرِوَايَته ضَعِيف
tahqiqতাহকীক:তাহকীক চলমান