মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৯৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৬৯৬। হযরত নাওয়াস ইবনে সামআন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সৃষ্টিকর্তার নাফরমানীর মধ্যে কোন সৃষ্টির আনুগত্য নাই। —শরহে সুন্নাহ্
وَعَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ» . رَوَاهُ فِي شَرْحِ السّنة
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নাফরমানী হইবে, এমন কাজের মধ্যে কোন ব্যক্তির আনুগত্য করা জায়েয নাই।
