আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং: ৩৮৬২
আন্তর্জাতিক নং: ৪১৭১
২১৯৯. হুদায়বিয়ার যুদ্ধ।
৩৮৬২। ইসহাক (রাহঃ) .... আবু কিলাবা (রাহঃ) থেকে বর্ণিত যে, সাবিত ইবনে দাহহাক (রাযিঃ) তাঁকে জানিয়েছেন, তিনি গাছের নীচে নবী কারীম (ﷺ)- এর হাতে বায়আত করেছেন।
باب غَزْوَةِ الْحُدَيْبِيَةِ
4171 - حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ هُوَ ابْنُ سَلَّامٍ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ، أَخْبَرَهُ أَنَّهُ «بَايَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ الشَّجَرَةِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
rabi
বর্ণনাকারী:
সহীহ বুখারী - হাদীস নং ৩৮৬২ | মুসলিম বাংলা