আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪১৭০
২১৯৯. হুদায়বিয়ার যুদ্ধ।
৩৮৬১। আহমদ ইবনে আশকা (রাহঃ) .... মুসায়্যিব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বারা ইবনে আযিব (রাযিঃ)- এর সাথে সাক্ষাত করে তাঁকে বললাম, আপনার জন্য সুসংবাদ, আপনি রাসূলুল্লাহ (ﷺ)- এর সাহচর্য লাভ করেছেন এবং বৃক্ষের নীচে তাঁর হাতে বায়আতও করেছেন। তখন তিনি বললেন, ভাতিজা, তুমি তো জানো না, রাসূলুল্লাহ (ﷺ)- এর ইন্তিকালের পর আমরা কি করেছি।


বর্ণনাকারী: