মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৬৫
প্রথম অনুচ্ছেদ
৩৬৬৫। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন নাফরমানীর ব্যাপারে আনুগত্য নাই। আনুগতা কেবলমাত্র ন্যায় ও সৎ কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। —মোত্তাঃ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوف»
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসটি দীর্ঘ একটি হাদীসের অংশবিশেষ। তাহা হইল এইঃ একবার নবী (ﷺ) কোথাও একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করিলেন। আর জনৈক আনসারীকে তাহাদের উপর শাসক নিয়োগ করিয়া তাঁহার আনুগত্য করার জন্য বাহিনীর লোকদিগকে নির্দেশ প্রদান করিলেন। এক পর্যায়ে কোন এক ব্যাপারে সেনাপতি তাঁহার সৈন্য বাহিনীর উপর রাগান্বিত হইয়া বলিলেন, আমার আনুগত্য করার জন্য নবী (ﷺ) কি তোমাদিগকে নির্দেশ করেন নাই? উত্তরে তাহারা বলিল, হাঁ। তখন তিনি বলিলেন, তাহা হইলে, আমি তোমাদিগকে নির্দেশ দিতেছি, তোমরা কাঠ সংগ্রহ কর এবং আগুন জ্বালাইয়া উহার মধ্যে প্রবেশ কর। অতঃপর লোকেরা কাঠ সংগ্রহ করিয়া তাহাতে অগ্নিসংযোগ করিল এবং আগুনে ঝাপ দেওয়ার প্রস্তুতিলগ্নে তাহারা একে অপরের মুখপানে তাকাইল। ইত্যবসরে তাহাদের মধ্য হইতে একজন বলিয়া উঠিল, যেই আগুন হইতে বাঁচিবার জন্য আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আনুগত্য স্বীকার করিয়াছি, অবশেষে সেই আগুনে প্রবেশ করিয়াই কি আমাদিগকে মরিতে হইবে ? তাহাদের পরস্পরের মধ্যে এই ধরনের বাক্যালাপ চলিতেছিল। ইত্যবসরে আগুন নিভিয়া গেল এবং অপর দিকে সেনাপতির ক্রোধও প্রশমিত হইল। অতঃপর কোন এক সময় নবী (ﷺ)-এর নিকট এই ঘটনাটি ব্যক্ত করা হইল। তিনি তখন বলিলেনঃ যদি ঐ লোকগুলি উক্ত আগুনে প্রবেশ করিত, তবে কখনও তাহারা সেই আগুন হইতে পরিত্রাণ পাইত না। অর্থাৎ, চিরকালই জাহান্নামের আগুনে পড়িয়া থাকিত। সুতরাং জানিয়া রাখ, আনুগত্য কেবল ন্যায় ও সৎ কাজের ক্ষেত্রেই প্রযোজ্য।
