মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৬৪
প্রথম অনুচ্ছেদ
৩৬৬৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: প্রত্যেক মুসলিম ব্যক্তির (তাহার শাসকের নির্দেশ) শ্রবণ করা এবং আনুগত্য করা অপরিহার্য কর্তব্য। চাই সেই নির্দেশ তাহার পছন্দ হউক কিংবা অপছন্দ হউক, যতক্ষণ না তাহাকে নাফরমানীর নির্দেশ দেওয়া হয়। কিন্তু যদি তাহার প্রতি (আল্লাহ্ ও তাহার রাসুলের) নাফরমানীর নির্দেশ দেওয়া হয়, তখন তাহা শ্রবণ করা ও আনুগত্য করার দায়িত্ব নাই। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّمعُ والطاعةُ على المرءِ المسلمِ فِيمَا أحب وأكره مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلَا سَمْعَ وَلَا طَاعَةَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৬৪ | মুসলিম বাংলা