মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৬০
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৬০। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলিতেন, আমার নিকট এই দুইয়ের মধ্যে কোন রকমের প্রভেদ নাই, আমি মদ পান করিব অথবা আল্লাহকে বাদ দিয়া এই খুঁটির (দেবী মূর্তির) পূজা করিব। নাসায়ী
وَعَنْ أَبِي مُوسَى أَنَّهُ كَانَ يَقُولُ: مَا أُبالي شرِبتُ الخمرَ أَو عبدْتُ هذهِ السَّارِيةَ دونَ اللَّهِ. رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

মদ্যপান করা আর মূর্তিপূজা করা এই দুইয়ের মধ্যে কোন পার্থক্য নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৬০ | মুসলিম বাংলা