মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৫৯
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৯। আর বায়হাকী শো'আবুল ঈমানের মধ্যে রেওয়ায়ত করিয়াছেন মুহাম্মাদ ইবনে ওবায়দুল্লাহ্ হইতে, তিনি তাঁহার পিতা হইতে। আর বায়হাকী বলেন, ইমাম বুখারী (রঃ) তাঁহার ইতিহাস গ্রন্থে উল্লেখ করিয়াছেনঃ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ তাঁহার পিতা হইতে রেওয়ায়ত করিয়াছেন এবং তিনি তাহার পিতা হইতে। (মোটকথা, রাবীদের নামের মধ্যে বিভিন্ন ধরনের নাম উল্লেখ আছে, তবে হাদীসের শব্দ বা অর্থের মধ্যে কোন পার্থক্য নাই।)
وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» عَنْ مُحَمَّدِ بْنِ عبيد الله عَن أَبِيه. قَالَ: ذَكَرَ الْبُخَارِيُّ فِي التَّارِيخِ عَنْ مُحَمَّدِ بْنِ عبد الله عَن أَبِيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৫৯ | মুসলিম বাংলা