মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৫৩
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ মাতা-পিতার সঙ্গে নাফরমানী (দুর্ব্যবহার)-কারী, জুয়াড়ি, উপকার করিয়া খোঁটাদানকারী ও হামেশা মদ্যপায়ী বেহেশতে প্রবেশ করিবে না। — দারেমী, দারেমীর অন্য আরেক রেওয়ায়তে জুয়াড়ির পরিবর্তে আছে, জারজ সন্তান বেহেশতে প্রবেশ করিবে না।
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا قَمَّارٌ وَلَا مَنَّانٌ وَلَا مُدْمِنُ خَمْرٍ» . رَوَاهُ الدَّارِمِيُّ وَفِي رِوَايَةٍ لَهُ: «وَلَا وَلَدَ زِنْيَةٍ» بَدَلَ «قمار»

হাদীসের ব্যাখ্যা:

‘জারজ সন্তান জান্নাতে প্রবেশ করিবে না' অর্থ, যদি সে তাহার পিতা-মাতার ন্যায় এই এই কাজে লিপ্ত হয়। এই শব্দের দ্বারা ইঙ্গিত করা হইয়াছে যে, হারাম বীর্যে যেই সন্তান জন্ম লাভ করে, সেও সাধারণতঃ হারাম কাজে লিপ্ত থাকে। অথবা স্বয়ং ব্যভিচারীকে জারজ সন্তান বলা হইয়াছে। যেন তাহার কুকর্মের দ্বারা প্রমাণ করিতেছে যে, সে এই পদার্থ হইতে জন্মিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৫৩ | মুসলিম বাংলা