মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৪৭
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৭। হযরত নো'মান ইবনে বাশীর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয়ই গম, যব, খেজুর, কিশমিশ এবং মধু হইতেও মদ প্রস্তুত হয়। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
وَعَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ الْحِنْطَةِ خَمْرًا وَمِنَ الشَّعِيرِ خَمْرًا وَمِنَ التَّمْرِ خَمْرًا وَمِنَ الزَّبِيبِ خَمْرًا وَمِنَ الْعَسَلِ خَمْرًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
আমরা পূর্বেই বলিয়াছি, মদ শুধু আঙ্গুরের রস দ্বারা নহে বরং আরও অনেক জিনিস হইতেও তৈয়ার হয়, যাহার মধ্যে কয়েকটি এই হাদীসে বর্ণিত হইয়াছে।
