মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৪৬
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৬। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই জিনিস এক 'ফারাক' পরিমাণ ব্যবহার করিলে নেশা সৃষ্টি করে, উহা হাতের অঞ্জলি পরিমাণ ব্যবহার করাও হারাম। – আহমদ, তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أسكرَ مِنْهُ الفرْقُ فَمِلْءُ الْكَفِّ مِنْهُ حَرَامٌ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
الفرق 'ফারাক’— মদীনার একটি পরিমাপবিশেষ, যাহার পরিমাণ তিন সা'-এর সমান। এক সা' আমাদের দেশীয় হিসাবে প্রায় সাড়ে তিন সের। বস্তুতঃ এইখানে সা'-এর প্রচলিত পরিমাপ হাদীসের উদ্দেশ্য নয়; বরং 'ফারাক' দ্বারা অনেক বেশী পরিমাণ উদ্দেশ্য আর অঞ্জলি পরিমাণ মানে – সামান্য পরিমাণ।
