মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৯৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৮। আর শরহে সুন্নাহ্ গ্রন্থে বর্ণিত হইয়াছে যে, একবার হযরত সাফওয়ান ইবনে উমাইয়া মদীনায় আগমন করিলেন এবং নিজের চাদরখানা মাথার নীচে বালিশস্বরূপ রাখিয়া মসজিদের মধ্যে ঘুমাইয়া পড়িলেন। এমন সময় এক চোর আসিয়া চাদরখানা (চুরির উদ্দেশ্যে) তুলিয়া লইল। অমনি সাফয়ান তাহাকে ধরিয়া ফেলিলেন এবং তাহাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট লইয়া আসিলেন। তখন হুযূর (ﷺ) তাহার হাত কাটার নির্দেশ দিলেন। অতঃপর সাফওয়ান (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি তাহাকে এই জন্য আনি নাই যে, আপনি তাহার হাত কাটিয়া দিবেন। আমি উক্ত চাদরখানা তাহাকে সদকা করিয়া দিয়াছি। তাহার কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমার কাছে আনিবার পূর্বে তুমি তাহাকে কেন উহা সদকা করিয়া দিলে না?
كتاب الحدود
وَرُوِيَ فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ قَدِمَ الْمَدِينَةَ فَنَامَ فِي الْمَسْجِدِ وَتَوَسَّدَ رِدَاءَهُ فَجَاءَ سَارِقٌ وَأَخَذَ رِدَاءَهُ فَأَخَذَهُ صَفْوَانُ فَجَاءَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ أَنْ تُقْطَعَ يَدُهُ فَقَالَ صَفْوَانُ: إِنِّي لَمْ أُرِدْ هَذَا هُوَ عَلَيْهِ صَدَقَةٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهَلا قبل أَن تَأتِينِي بِهِ»