মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৯৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আত্মসাৎকারী, ছিনতাইকারী ও লুট তরাজকারীর হাত কাটা যাইবে না। —তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী।
كتاب الحدود
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ عَلَى خَائِنٍ وَلَا مُنْتَهِبٍ وَلَا مُخْتَلِسٍ قَطْعٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
“আমার কাছে আনিবার পূর্বে তুমি সদকা করিলে না কেন ?” এই কথার তাৎপর্য হইল, শাসকের নিকট অভিযোগ দায়ের হওয়ার পর উহাকে ক্ষমা করার অধিকার তোমার নাই। এখন শরীআতের হুকুমই তাহার উপর প্রযোজ্য হইবে।