মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৭৯
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি নির্দোষ বলিয়া যখন আল্লাহর কালাম নাযিল হইল, তখন নবী (ﷺ) মিম্বরের উপর দাঁড়াইয়া উহা (ঐ আয়াতগুলি) তেলাওয়াত করিলেন। অতঃপর মিম্বর হইতে অবতরণ করিয়া দুইজন পুরুষ ও একজন মহিলাকে শাস্তি দেওয়ার জন্য নির্দেশ করিলেন, সুতরাং লোকেরা তাহাদিগকে 'হদ্দে কযফ' মিথ্যা অভিযোগের শাস্তি প্রদান করিল। –আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا نَزَلَ عُذْرِي قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ ذَلِكَ فَلَمَّا نَزَلَ مِنَ الْمِنْبَرِ أَمَرَ بِالرَّجُلَيْنِ وَالْمَرْأَةِ فَضُرِبُوا حَدَّهُمْ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

কোন এক যুদ্ধ অভিযান শেষে ফিরিবার পথে হযরত আয়েশার সাথে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল-এর গর্হিত আচরণ হইয়াছে বলিয়া মোনাফেক সর্দার আবদুল্লাহ্ ইবনে উবাই ও তাহার সঙ্গী অনুচরেরা খুব ব্যাপকভাবে মিথ্যা প্রোপাগাণ্ডা করিতে লাগিল। এই গুজবে ভালো ভালো খাঁটি ঈমানদারদের মধ্য হইতেও কেহ কেহ অংশগ্রহণ করিয়াছিল। অনেক দিন পর আল্লাহ্ তা'আলা হযরত আয়েশা (রাঃ) যে নির্দোষ ও নিষ্কলুষ চরিত্রের এই সম্পর্কে সূরা নূরে إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ হইতে দশটি আয়াত নাযিল করিলেন। বিস্তারিত ঘটনা তসীর ও ইতিহাসে দ্রষ্টব্য। যেই দুইজন পুরুষকে মিথ্যা অপবাদের জন্য শাস্তি দেওয়া হইয়াছে তাঁহারা হইলেন, মিসতাহ্ ইবনে উসামা এবং ইসলামী কবি হাসসান ইবনে সাবেত। আর মহিলাটি হইল হুযূর (ﷺ)-এর শালী। অর্থাৎ, উম্মুল মু'মেনীন হযরত যয়নব বিনতে জাহশের ভগ্নী হামনা বিনতে জাহশ। অর্থাৎ, তাহাদের প্রত্যেককে আশিটি করিয়া চাবুক মারা হইয়াছে। ইহাই হদ্দে কযফ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান