মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৮০
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৫৮০। হযরত নাফে (রাঃ) হইতে বর্ণিত যে, সাফিয়্যা বিনতে আবু ওবায়দ তাঁহাকে বর্ণনা করিয়াছেন, একদা সরকারী এক ক্রীতদাস বায়তুল মালের (গনীমতের) একটি দাসীর সাথে বলপূর্বক যিনা করিয়াছে। এমন কি তাহার কুমারিত্বও নষ্ট করিয়া দিয়াছে। ঘটনা হযরত ওমর (রাঃ)-এর নিকটে পৌঁছিলে তিনি গোলামটিকে চাবুক মারিলেন। কিন্তু দাসীটিকে শাস্তি দিলেন না। কেননা, তাহার সাথে জোরপূর্বক এই কাজ করা হইয়াছে। —বুখারী
كتاب الحدود
اَلْفَصْلُ الثَّالِثُ
عَنْ نَافِعٍ: أَنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ أَخْبَرَتْهُ أَنَّ عَبْدًا مِنْ رَقِيقِ الْإِمَارَةِ وَقَعَ على وليدةٍ من الخُمسِ فاستَكرهَها حَتَّى افتضَّها فَجَلَدَهُ عُمَرُ وَلَمْ يَجْلِدْهَا مِنْ أَجْلِ أَنَّهُ استكرهها. رَوَاهُ البُخَارِيّ