মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৭৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭৪। হযরত সায়ীদ ইবনে সা'দ ইবনে ওবাদা (রাঃ) হইতে বর্ণিত, একদা সা'দ ইবনে ওবাদা (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এমন এক ব্যক্তিকে পাকড়াও করিয়া নিয়া আসিলেন, যেই লোকটি বিকলাঙ্গ এবং রোগগ্রস্ত অথচ তাহাকে মহল্লার এক দাসীর সঙ্গে যিনায় লিপ্ত পাওয়া যায়। তখন নবী (ﷺ) বলিলেনঃ তাহার জন্য এমন একটি খেজুরের বড় ছড়া লইয়া আস, যাহার মধ্যে ছোট ছোট একশত শাখা রহিয়াছে এবং উহার দ্বারা লোকটিকে একবার আঘাত কর। — শরহে সুন্নাহ্ এবং অনুরূপ ইবনে মাজাহুরও একটি রেওয়ায়ত আছে।
كتاب الحدود
وَعَنْ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ أَتَى النَّبِيَّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ كَانَ فِي الْحَيِّ مُخْدَجٍ سقيم فَوجدَ على أمة من إمَائِهِمْ بخبث بِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا لَهُ عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ فَاضْرِبُوهُ ضَرْبَة» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَفِي رِوَايَةِ ابْنِ مَاجَه نَحوه
হাদীসের ব্যাখ্যা:
ইমাম আবু হানীফা ও মালেক (রঃ) বলেন, রোগাক্রান্ত অপরাধীর শাস্তি তাহার সুস্থতা পর্যন্ত পিছাইয়া দিতে হইবে। কেননা, তাহার জীবননাশের আশংকা হইতে মুক্ত থাকা অপরিহার্য। আর হাদীসে বর্ণিত লোকটি চির রোগগ্রস্ত ছিল। সুস্থ হওয়ার আশা করা যায় নাই ! তাই তাহার উপর এইভাবে শাস্তি প্রয়োগ করা হইয়াছে। شمراخ খেজুরের ছড়া যাহার মধ্যে খেজুর ধরে আর عشكالا উহার মধ্যে ছোট ছোট শাখা।