মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৫৭৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি কোন এক নারীর সঙ্গে যিনা করিয়াছিল। নবী (ﷺ) তাহাকে দোররা মারিবার আদেশ দিলেন। অতএব, হদস্বরূপ তাহাকে দোররা লাগান হইল, অতঃপর তাঁহাকে জানান হইল যে, 'লোকটি বিবাহিত।' তখন তিনি রজমের আদেশ করিলেন, তাহাকে রজম করা হইল। —আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ جَابِرٍ: أَنَّ رَجُلًا زَنَى بِامْرَأَةٍ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجُلِدَ الْحَدَّ ثُمَّ أُخْبِرَ أَنَّهُ مُحْصَنٌ فَأَمَرَ بِهِ فرجم. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

চাবুক মারা এবং পাথর নিক্ষেপ করা, উভয়ই হদ্ বা শাস্তি হইলেও একটি অপরটির স্থলাভিষিক্ত হইবে না। সুতরাং অবগতির পর আসল ও প্রকৃত শাস্তি প্রয়োগ করা ওয়াজিব হইয়া যায়। তবে পাথর নিক্ষেপ করিলে চাবুকের শাস্তির অবকাশ থাকে না বিধায় আর উহা প্রয়োগের প্রশ্ন উঠে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫৭৩ | মুসলিম বাংলা