মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৬১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৫৬১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যখন মায়েয ইবনে মালেক (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন, তখন তিনি তাহাকে বলিলেন, সম্ভবতঃ তুমি (উক্ত মহিলাটিকে) চুম্বন করিয়াছিলে অথবা চক্ষুর দ্বারা ইশারা করিয়াছিলে কিংবা তাহাকে কুদৃষ্টিতে দেখিয়াছিলে। সে বলিল, না, হে আল্লাহর রাসূল! তখন তিনি বলিলেনঃ তাহা হইলে তুমি কি তাহার সাথে সহবাস করিয়াছ? কথাটি তিনি তাহাকে স্পষ্টই জিজ্ঞাসা করিয়াছেন। কোনরূপ ইঙ্গিত কিংবা অস্পষ্টভাবে জিজ্ঞাসা করেন নাই। সে বলিল, জি হ্যাঁ, অতঃপর তিনি তাহাকে রজম (পাথর নিক্ষেপ ) করিবার হুকুম দিলেন। বুখারী
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا أَتَى مَاعِزُ بن مَالك النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: «لَعَلَّكَ قَبَّلْتَ أَوْ غَمَزْتَ أَوْ نَظَرْتَ؟» قَالَ: لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: «أَنِكْتَهَا؟» لَا يُكَنِّي قَالَ: نَعَمْ فَعِنْدَ ذَلِكَ أَمر رجمه. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইঙ্গিত কিংবা অস্পষ্টভাবে স্বীকার করিলে তাহার দ্বারা রজম বা যিনার শাস্তি প্রয়োগ করা যায় না।