মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৪৩
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৩। হযরত আবু সায়ীদ খুদরী ও আনাস ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অচিরেই আমার উম্মতের মধ্যে মতবিরোধ ও দলাদলি দেখা দিবে। তাহাদের মধ্যে একদল এমন হইবে যে, কথা বলিবে খুব চমকপ্রদ; কিন্তু তাহাদের কাজকর্ম হইবে মন্দ। কোরআন মজীদ পাঠ করিবে বটে; কিন্তু উহা তাহাদের গলার তলদেশে প্রবেশ করিবে না। (অর্থাৎ, তাহাদের মধ্যে ঈমান থাকিবে না।) তাহারা দ্বীন (ইসলাম) হইতে এমনভাবে বাহির হইয়া যাইবে, যেমন তীর শিকার ভেদ করিয়া বাহির হইয়া যায়। ফলে তীর তাহার (কাটা) ধনুকের দিকে ফিরিয়া না আসা পর্যন্ত তাহারাও দ্বীনের (ইসলামের) দিকে ফিরিয়া আসিবে না। (অর্থাৎ, তীর যেমন ফিরিয়া আসা সম্ভব নহে, তাহারাও ইসলামে ফিরিয়া আসা অসম্ভব।) উহারাই হইল সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম এবং বস্তর জাতি। যাহারা উহাদিগকে হত্যা করিবে এবং তাহারা যাহাকে কতল করিবে, তাহাদের জন্য সুসংবাদ রহিয়াছে (জান্নাতের। কেননা, উহাদিগকে কতল করিলে হইবে গাযী, আর তাহারা যাহাদিগকে কতল করিবে, তাহারা হইবে শহীদ)। উহারা মানুষদিগকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করিবে। অথচ কোন কিছুতেই তাহারা আমাদের তরীকার উপর হইবে না। অতএব, যাহারা তাহাদের সহিত যুদ্ধ করিবে তাহারাই আল্লাহর বন্ধু, উহারা নহে। সাহাবাগণ আরয করিলেন, হে আল্লাহর রাসূল! তাহাদের পরিচয় চিহ্ন কি ? বলিলেন, (তাহাদের চিহ্ন হইল) মাথা মুড়ান। – আবু দাউদ
كتاب القصاص
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَيَكُونُ فِي أُمَّتِي اخْتِلَافٌ وَفُرْقَةٌ قَوْمٌ يُحسِنونَ القيلَ ويُسيئونَ الفِعلَ يقرؤون الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُروقَ السَّهمِ فِي الرَّمِيَّةِ لَا يَرْجِعُونَ حَتَّى يَرْتَدَّ السَّهْمُ عَلَى فُوقِهِ هُمْ شَرُّ الْخَلْقِ وَالْخَلِيقَةِ طُوبَى لِمَنْ قَتَلَهُمْ وَقَتَلُوهُ يَدْعُونَ إِلَى كِتَابِ اللَّهِ وَلَيْسُوا منَّا فِي شيءٍ مَنْ قاتلَهم كَانَ أَوْلَى بِاللَّهِ مِنْهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا سِيمَاهُمْ؟ قَالَ: «التَّحْلِيقُ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫৪৩ | মুসলিম বাংলা