মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৪২
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪২। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে এক সফরে ছিলাম। এক সময় তিনি ইসতেনজা করিতে গেলেন, এমন সময় আমরা দুইটি বাচ্চাসহ একটি 'হুম্মারা' দেখিতে পাইলাম (এক প্রকার ছোট পাখী, উহার ঠোঁট লাল)। আমরা উহার ছানা দুইটি (ধরিয়া) লইয়া আসিলাম। পাখীটি আসিয়া তাহার ডানাদ্বয় একেবারে যমীনের উপর চাপড়াইতে লাগিল। পরে নবী (ﷺ) আসিয়া জিজ্ঞাসা করিলেন, ইহার বাচ্চাগুলি আনিয়া কে উহাকে ব্যথিত করিয়াছে ? উহার বাচ্চাগুলি উহাকে ফেরত দিয়া দাও। আবার হুযূর (ﷺ) পিঁপড়ার একটি বস্তি দেখিলেন, যাহা আমরা জ্বালাইয়া দিয়াছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, কে ইহাদিগকে জ্বালাইয়াছে ? বলিলাম, আমরা। তিনি বলিলেনঃ আগুনের প্রভু (আল্লাহ্) ছাড়া আগুন দ্বারা শাস্তি দেওয়া অন্য কাহারও জন্য উচিত নহে। (জায়েয নাই।) — আবু দাউদ
كتاب القصاص
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمْرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتِ الْحُمْرَةُ فَجَعَلَتْ تَفْرُشُ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا؟ رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا» . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا قَالَ: «مَنْ حَرَّقَ هَذِهِ؟» فَقُلْنَا: نَحْنُ قَالَ: «إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ ربُّ النَّار» . رَوَاهُ أَبُو دَاوُد