মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৯৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৯৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত আঙ্গুলই (দিয়তের ব্যাপারে) সমান। অনুরূপভাবে সমস্ত দাঁতও সমান এবং সম্মুখের দাঁত ও মাঢ়ির দাঁত সমান। ইহাও উহাও (অর্থাৎ, বৃদ্ধাঙ্গুলী ও কনিষ্ঠাঙ্গুলী) সমান। —আবু দাউদ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «الأصابعُ سواءٌ والأسنانُ سواءٌ الثَنِيَّةُ وَالضِّرْسُ سَوَاءٌ هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৯৫ | মুসলিম বাংলা