মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৯৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৯৩। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কাহারও অঙ্গের হাড্ডি প্রকাশ হয় এমন ক্ষত হইলে উহার জন্য পাঁচ পাঁচটি উট এবং প্রত্যেক দাত ভাঙ্গার জন্য পাঁচ পাঁচটি উট দিয়ত (রক্তমূল্য) আদায় করিবার ফয়সালা দিয়াছেন। – আবু দাউদ, নাসায়ী ও দারেমী। আর তিরমিযী ও ইবনে মাজাহ্ এই হাদীসের শুধু প্রথম বাক্যটিই রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَوَاضِحِ خَمْسًا خَمْسًا مِنَ الْإِبِلِ وَفِي الْأَسْنَانِ خَمْسًا خَمْسًا مِنَ الْإِبِلِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَرَوَى التِّرْمِذِيُّ وابنُ مَاجَه الْفَصْل الأول
