মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৮১
তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮১। হযরত সায়ীদ ইবনুল মুসাইয়াব (রঃ) হইতে বর্ণিত, একবার হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) এক ব্যক্তির বদলে পাঁচ অথবা সাত ব্যক্তিকে কতল করিয়াছেন। তাহারা সকলে মিলিয়া গোপনে ঐ লোকটিকে হত্যা করিয়াছিল। এই সময় হযরত ওমর (রাঃ) বলিলেন, যদি ঐ লোকটিকে সমস্ত সান আবাসীরা মিলিয়া হত্যা করিত তাহা হইলেও আমি তাহাদের সবাইকে (কেসাসস্বরূপ) কতল করিতাম। —মালেক।
اَلْفَصْلُ الثَّالِثُ
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ عُمَرَ بْنَ الْخطاب قَتَلَ نَفَرًا خَمْسَةً أَوْ سَبْعَةً بِرَجُلٍ وَاحِدٍ قَتَلُوهُ قَتْلَ غِيلَةٍ وَقَالَ عُمَرُ: لَوْ تَمَالَأَ عَلَيْهِ أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ جَمِيعًا. رَوَاهُ مَالِكٌ

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবতঃ হত্যাকারী সকলেই 'সান'আর' বাসিন্দা ছিল। অথবা ইহা আরবদের একটি প্রবাদ বাক্য। কেননা, সংখ্যায় সান আবাসীরা ছিল বিপুল। তাই অধিক সংখ্যা বুঝাইবার জন্য এই কথাটি বলিয়াছিলেন। অর্থাৎ, এই পাঁচ সাত জন নহে, হত্যাকাণ্ডে জড়িত বহু সংখ্যক লোককেও আমি কতল করিতে দ্বিধাবোধ করিব না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৮১ | মুসলিম বাংলা