মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৮০
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৮০। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহার দেহে কোন জখম (বা অঙ্গহানি) করা হয়, আর সে উহার প্রতিশোধ গ্রহণ করার পরিবর্তে আহতকারীকে ক্ষমা করিয়া দেয়, তখন আল্লাহ্ তা'আলা তাহার মর্যাদা বাড়াইয়া দেন এবং তাহার গুনাহসমূহও মাফ করিয়া দেন। —তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ يُصَابُ بِشَيْءٍ فِي جَسَدِهِ فَتَصَدَّقَ بِهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهِ دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
