মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৭০
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৭০। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শরীআতের বিধান (হদ্দে শরয়ী) মসজিদের ভিতরে প্রয়োগ করা বদলে খুন যাইবে না। আর সন্তানকে হত্যা করার দরুন পিতা হইতে কেসাস (খুনের বদলে খুন) লওয়া যাইবে না। —তিরমিযী ও দারেমী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُقَامُ الْحُدُودُ فِي الْمَسَاجِدِ وَلَا يُقَادُ بِالْوَلَدِ الْوَالِدُ» . رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
হাদীসের ব্যাখ্যা:
ইমাম মালেক বলিয়াছেন, পিতা যদি সন্তানকে যবাহ্ করিয়া দেয়, তাহা হইলে পিতা হইতে কেসাস লওয়া হইবে। কিন্তু যদি তরবারি বা এই জাতীয় কিছুর দ্বারা মারধর করে এবং ইহাতে সন্তান মরিয়া যায়, তবে কেসাস লওয়া যাইবে না। কিন্তু হানাফী এবং অন্যান্য ইমামদের মতে এই হাদীসের হুকুম ব্যাপক। কোন অবস্থাতেই সন্তানের বদলে পিতামাতা হইতে কেসাস গ্রহণ করা যাইবে না।
