মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৬২
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৬২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমানকে হত্যা করার চাইতে এই দুনিয়াটি ধ্বংস হইয়া যাওয়া আল্লাহর কাছে অতীব নগণ্য। তিরমিযী ও নাসায়ী। এবং মুহাদ্দেসীনদের কেহ কেহ এই হাদীসটিকে মউকুফ বলিয়াছেন, ইহাই সহীহ কথা।
اَلْفَصْلُ الثَّانِىْ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ ووقفَه بعضُهم وَهُوَ الْأَصَح
হাদীসের ব্যাখ্যা:
একজন মুসলমানের খুন এই দুনিয়ার চাইতে অধিক মূল্যবান, এই কথার তাৎপর্য হইল—আর এক হাদীসে বর্ণিত আছে, যতক্ষণ এই যমীনে 'আল্লাহ্' 'আল্লাহ্' শব্দ উচ্চারণ করা হইবে, ততক্ষণ ইহা ধ্বংস হইবে না বা কিয়ামত কায়েম হইবে না। কাজেই একজন মু'মিনই হইল প্রকৃতপক্ষে এই দুনিয়াকে রক্ষাকারী। এই আয়াতেও ইহার প্রতি ইঙ্গিত করা হইয়াছেঃ
مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
অর্থঃ যে কেহ প্রাণের বিনিময় অথবা দেশের মধ্যে ফাসাদ সৃষ্টির কারণ ব্যতীত কোন মানুষকে হত্যা করিল, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করিল।
مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
অর্থঃ যে কেহ প্রাণের বিনিময় অথবা দেশের মধ্যে ফাসাদ সৃষ্টির কারণ ব্যতীত কোন মানুষকে হত্যা করিল, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করিল।
