মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৫৬
প্রথম অনুচ্ছেদ
৩৪৫৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, যখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার দিকে হিজরত করিলেন, তখন তোফাইল ইবনে আমর দাওসীও হুযুরের নিকট হিজরত করিয়া আসিলেন এবং তাহার সহিত তাঁহার স্বগোত্রীয় আরেক ব্যক্তিও হিজরত করিয়া আসিয়াছিল এবং সে অসুস্থ হইয়া পড়িল। ইহাতে লোকটি অস্থির হইয়া ছুরি দ্বারা নিজের হাতের গিরা কাটিয়া ফেলিল। ফলে এমনভাবে হাত হইতে রক্তক্ষরণ হইল যে, ইহাতেই সে মৃত্যুবরণ করিল। পরে তোফাইল ইবনে আমর তাহাকে স্বপ্নে দেখিলেন যে, তাহার বাহ্যিক ও শারীরিক অবস্থা এবং বেশভূষা খুবই সুন্দর, কিন্তু তাহার হাত দুইখানা কাপড় দ্বারা ঢাকা। তখন তোফাইল তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার রব তোমার সাথে কিরূপ আচরণ করিয়াছেন? উত্তরে সে বলিল, আল্লাহ তাআলা আমাকে তাঁহার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরত করার দরুন মাফ করিয়া দিয়াছেন। তোফাইল আবার জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, আমি তোমার হাত দুইখানা ঢাকাবস্থায় দেখিতেছি কেন? উত্তরে সে বলিল, (আল্লাহ্ তা'আলার পক্ষ হইতে) আমাকে বলা হইয়াছে। তুমি স্বেচ্ছায় যাহা নষ্ট করিয়াছ আমি কখনও উহা ঠিক করিব না। এই ঘটনা দেখিবার পর তোফাইল ঘটনার পূর্ণ বিবরণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করিলেন। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোআ করিলেন, আয় আল্লাহ্ তাহার হাত দুইখানাকেও মাফ করিয়া দাও। -মুসলিম
وَعَنْ جَابِرٍ: أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو الدَّوْسِيَّ لَمَّا هَاجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمَدِينَةِ هَاجَرَ إِلَيْهِ وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَمَرِضَ فَجَزِعَ فَأَخَذَ مَشَاقِصَ لَهُ فَقَطَعَ بِهَا بَرَاجِمَهُ فَشَخَبَتْ يَدَاهُ حَتَّى مَاتَ فَرَآهُ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو فِي مَنَامِهِ وَهَيْئَتُهُ حسنةٌ ورآهُ مغطيّاً يدَيْهِ فَقَالَ لَهُ: مَا صنع بِكُل رَبُّكَ؟ فَقَالَ: غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَا لِي أَرَاكَ مُغَطِّيًا يَدَيْكَ؟ قَالَ: قِيلَ لِي: لَنْ تصلح مِنْكَ مَا أَفْسَدْتَ فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِر» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস হইতে এই কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হইতেছে যে, কোন মানুষই তাহার নিজের শরীরের বাহ্যিক ও আত্মিক কোনটাই নষ্ট করিতে পারিবে না এবং উহা নষ্ট বা অকেজো করা হারাম।
