মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৩৬
- শপথ ও মান্নতের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৩৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন অনির্দিষ্ট জিনিসের মান্নত করিল, উহার কাফ্ফারা আদায় করিতে হইবে কসমের কাফ্ফারার মত। আর যে ব্যক্তি কোন গুনাহর কাজের মান্নত করিল, উহার কাফ্ফারাও কসমের কাফ্ফারার মত। আর যদি কেহ এমন কাজের মান্নত করিল, যাহা পুরা করা তাহার সাধ্যের বাহিরে, উহার কাফ্ফারাও কসমের কাফ্ফারার ন্যায়। আর যে কেহ এমন জিনিসের মান্নত করিল, যাহা পুরা করা তাহার সাধ্যের ভিতরে, তখন সে যেন অবশ্যই উহা পুরা করে। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
অবশ্য কোন কোন বর্ণনাকারী এই হাদীসটিকে ইবনে আব্বাসের উপর মউকুফ বলিয়াছেন।
كتاب الأيمان والنذور
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ نَذْرًا لم يسمه فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ. وَمَنْ نَذَرَ نَذْرًا لَا يُطِيقُهُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ. وَمَنْ نَذَرَ نَذْرًا أَطَاقَهُ فَلْيَفِ بِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه وَوَقفه بَعضهم على ابْن عَبَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান