মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪৩৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৩৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গুনার কাজে মান্নত নাই আর উহার কাফ্ফারা হইল কসমের কাফ্ফারার ন্যায়। —আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী
الْفَصْل الثَّانِي
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ وَكَفَّارَتُهُ كَفَّارَةُ الْيَمِينِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস হইতে সুস্পষ্ট বুঝা যাইতেছে যে, গুনাহর কাজের মান্নত করিলে উহা পুরা করিবে না; বরং উহার কাফ্ফারা আদায় করিবে। ইহাই হানাফীদের অভিমত। কিন্তু ইমাম শাফেয়ী বলেন, গুনাহর মান্নতের কারণে কাফ্ফারাও ওয়াজিব হয় না ।
