মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪২১
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪২১। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি (শপথ করিয়া) বলিল, 'আমি ইসলাম হইতে বিচ্ছিন্ন', যদি সে মিথ্যাবাদী হয় তাহা হইলে সে যেইরূপ বলিয়াছে তাহাই হইবে। আর যদি সে সত্যবাদী হয়, তবুও সে অক্ষত অবস্থায় ইসলামের দিকে ফিরিয়া আসিতে পারিবে না। —আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ: إِنِّي بَرِيءٌ مِنَ الْإِسْلَامِ فَإِنْ كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَإِنْ كَانَ صَادِقًا فَلَنْ يَرْجِعَ إِلَى الْإِسْلَامِ سَالِمًا . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

যেমন, কোন ব্যক্তি শপথ করিয়া বলিল, যদি আমি অমুক কাজটি করি তাহা হইলে আমি ইসলাম হইতে বহির্ভূত হইয়া যাইব। এখন যদি সে উক্ত কাজটি করে, তবে সে যাহা বলিয়াছে, তাহাই হইবে। কেননা, তাহার কথা হইতে বুঝা যাইতেছে যে, সে ইসলাম হইতে বিচ্ছিন্ন হওয়াটাকে পছন্দ করিয়াছে। আর যদি সে উক্ত কাজ হইতে সত্যই বিরত থাকে, তবুও সে গুনাহ্ হইতে নিরাপদ নহে। কেননা, তাহার এই আচরণে ইসলামের সহিত প্রহসন ও অবজ্ঞা প্রকাশ পায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪২১ | মুসলিম বাংলা