মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪২০
- শপথ ও মান্নতের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪২০। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি 'আমানত' শব্দের দ্বারা শপথ করিল, সে আমাদের দলভুক্ত নহে। —আবু দাউদ
كتاب الأيمان والنذور
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ منا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ইহা উম্মতে মুহাম্মদীর রীতি বহির্ভূত কাজ। কেননা, আহলে কিতাবরা এইরূপে শপথ করিত। ওলামাদের মতে এই শব্দের দ্বারা কসম সংঘটিত হইবে না। কারণ, ‘আমানত' শব্দটি আল্লাহর নাম কিংবা তাঁহার ছেফাত নহে; বরং ইহার দ্বারা আল্লাহর বিধান ও হুকুম বুঝান হয়।