মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪২০
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪২০। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি 'আমানত' শব্দের দ্বারা শপথ করিল, সে আমাদের দলভুক্ত নহে। —আবু দাউদ
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ منا» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ইহা উম্মতে মুহাম্মদীর রীতি বহির্ভূত কাজ। কেননা, আহলে কিতাবরা এইরূপে শপথ করিত। ওলামাদের মতে এই শব্দের দ্বারা কসম সংঘটিত হইবে না। কারণ, ‘আমানত' শব্দটি আল্লাহর নাম কিংবা তাঁহার ছেফাত নহে; বরং ইহার দ্বারা আল্লাহর বিধান ও হুকুম বুঝান হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান