মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪১৬
প্রথম অনুচ্ছেদ
৩৪১৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : শপথ প্রদানকারীর নিয়ত বা উদ্দেশ্যের ভিত্তিতেই শপথ প্রযোজ্য হইবে । — মুসলিম
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْيَمِينُ عَلَى نِيَّةِ الْمُسْتَحْلِفِ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, শপথকারী যদি রূপক বা বিকৃত অর্থের নিয়তে শপথ করিয়া থাকে, তবে উহা গ্রহণযোগ্য হইবে না।
