মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৪০৫
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. তৃতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৪০৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি ক্রীতদাস খরিদ করিবার সময় নিজের জন্য তাহার (ক্রীতদাসের) মাল-সম্পদের শর্ত আরোপ করে নাই, তখন উক্ত ক্রেতা সেই গোলামের সম্পদ হইতে কিছুই পাইবে না। — দারেমী
كتاب العتق
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اشْتَرَى عَبْدًا فَلَمْ يَشْتَرِطْ مَاله فَلَا شَيْء لَهُ» . رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে প্রমাণিত হয় যে, মৃত ব্যক্তির প্রতি জীবিতের দান ও সদকা-খয়রাতের সওয়াব পৌঁছিয়া থাকে এবং ইহা সদকায়ে নাফেলা হিসাবে গণ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান