মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৪০৪
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. তৃতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৪০৪। হযরত ইয়াহ্ইয়া ইবনে সায়ীদ বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর (রাঃ) ঘুমের মধ্যেই হঠাৎ ইনতেকাল করিলেন। অতঃপর তাঁহার ভগ্নী আয়েশা (রাঃ) তাঁহার পক্ষ হইতে অনেকগুলি গোলাম আযাদ করিয়াছেন। —মালেক
كتاب العتق
وَعَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فِي نَوْمٍ نَامَهُ فَأَعْتَقَتْ عَنْهُ عَائِشَةُ أُخْتُهُ رِقَابًا كَثِيرَةً. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান