মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৭৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৭৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, যখন নবী (ﷺ)-এর নিকট কয়েদী উপস্থিত করা হইত, তখন তিনি এক পরিবারের সকলকে এক ব্যক্তির কাছে প্রদান করিতেন। কেননা, উহাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোকে তিনি পছন্দ করিতেন না। —ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِالسَّبْيِ أَعْطَى أَهْلَ الْبَيْتِ جَمِيعًا كَرَاهِيَةَ أَنْ يفرق بَينهم. رَوَاهُ ابْن مَاجَه