মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৭২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৭২। হযরত আবু মুসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সেই ব্যক্তির উপর লা'নত করিয়াছেন, যে পিতা এবং তাহার সন্তানের মধ্যে এবং দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়। —ইবনে মাজাহ্ ও দারা কুতনী
كتاب النكاح
وَعَن أبي مُوسَى قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَرَّقَ بَيْنَ الْوَالِدِ وَوَلَدِهِ وَبَيْنَ الْأَخِ وَبَيْنَ أَخِيهِ. رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالدَّارَقُطْنِيُّ
হাদীসের ব্যাখ্যা:
শুধু পিতা-পুত্র ও ভাইদের ব্যাপারে এই লা'নত নির্দিষ্ট নহে; বরং প্রত্যেক অর্থাৎ, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের বেলায়ও প্রযোজ্য। ইহাই ওলামাদের মত ।