আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৯০
২৬৮। সিজদায় বাহুমূল খোলা রাখা এবং দু’পাশ আলগা রাখা
৩৮৩। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নামাযের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা প্রকাশ পেতো।
লাইস (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে রবী’আ (রাহঃ) আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন।
লাইস (রাহঃ) বলেনঃ জা’ফর ইবনে রবী’আ (রাহঃ) আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন।
