আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৯
২৬৭। সিজদা পূর্ণভাবে না করলে
৩৮২। সালত ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি তাঁর রুকু-সিজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন নামায শেষ করলো তখন তাকে হুযাইফা (রাযিঃ) বললেনঃ তোমার নামায ঠিক হয়নি। রাবী বলেনঃ আমার মনে হয় তিনি (হুযাইফা) এ কথাও বলেছেন, (এ অবস্থায়) তোমার মৃত্যু হলে তা মুহাম্মাদ (ﷺ) এর তরীকা অনুযায়ী হবে না।


বর্ণনাকারী: