মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৪। সেই বিবি উম্মে সালামা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ স্বামীমৃত নারী লাল রংে রঞ্জিত কাপড় পরিবে না, লাল মাটি দ্বারা রঞ্জিত কাপড়ও নহে এবং গহনা পরিবে না। চুলে বা হাতে, পায়ে মেন্ধির রং লাগাইবে না এবং চোখে সুরমা লাগাইবে না। – আবু দাউদ ও নাসায়ী
كتاب النكاح
وَعَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُتوَفّى عَنْهَا زوجُها لَا تَلبسُ المُعَصفَرَ مِنَ الثِّيَابِ وَلَا الْمُمَشَّقَةَ وَلَا الْحُلِيَّ وَلَا تَخْتَضِبُ وَلَا تَكْتَحِلُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান