মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৩৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৩। উম্মুল মু'মিনীন বিবি উম্মে সালামা (রাঃ) বলেন, যখন আমার (প্রথম) স্বামী মারা গেলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট গেলেন। তখন আমার মুখমণ্ডলে আমি ‘সাবের' লাগাইয়াছি। তিনি বলিলেনঃ ইহা কি উম্মে সালামা? আমি বলিলাম, ইহা ‘সাবের’, ইহাতে কোন সুগন্ধি নাই। তিনি বলিলেন, ইহা চেহারাকে উজ্জ্বল করে। সুতরাং রাত্রে ছাড়া উহা দিও না এবং দিনে মুছিয়া ফেলিও। ইহাছাড়া খোশবু দ্বারা চুল পরিপাটি করিও না এবং মেন্ধি দ্বারাও নহে, কেননা, উহা হইল খেজাব। আমি বলিলাম, তবে আমি কিসের দ্বারা মাথা ধুইব, ইয়া রাসূলাল্লাহ্? তিনি বলিলেন, বরই পাতা দ্বারা, (উহা বাটিয়া) উহা দ্বারা তোমার মাথায় প্রলেপ দিবে। –আবু দাউদ ও নাসায়ী
كتاب النكاح
وَعَن أُمِّ سلمَةَ قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ أَبُو سَلَمَةَ وَقَدْ جعلتُ عليَّ صَبِراً فَقَالَ: «مَا هَذَا يَا أُمَّ سَلَمَةَ؟» . قُلْتُ: إِنَّمَا هُوَ صَبِرٌ لَيْسَ فِيهِ طِيبٌ فَقَالَ: «إِنَّهُ يَشُبُّ الْوَجْهَ فَلَا تَجْعَلِيهِ إِلَّا بِاللَّيْلِ وَتَنْزِعِيهِ بِالنَّهَارِ وَلَا تَمْتَشِطِي بِالطِّيبِ وَلَا بِالْحِنَّاءِ فَإِنَّهُ خضاب قُلْتُ بِأَيِّ شَيْءٍ أَمْتَشِطُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِالسِّدْرِ تُغَلِّفِينَ بِهِ رَأْسَكِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
‘সাবের'—তিক্ত ঔষধবিশেষ। মেন্ধি পাতা দ্বারা তৎকালের মেয়েরা মাথাও ধুইত। ইহা দ্বারা বুঝা গেল যে, স্বামীমৃত নারীর পক্ষে ইদ্দতকালে চেহারা উজ্জ্বলকারী কোন জিনিস যথা— স্নো, পাউডার, লিপষ্টিক এবং সুগন্ধি সাবান ও সেন্ট ইত্যাদি ব্যবহার করা নিষেধ, ইহা শোকের পরিপন্থী।