মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩২৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩২৯। বিবি উম্মে সালামা (রাঃ) বলেন, একটি স্ত্রীলোক নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। আমার মেয়ের জামাই মারা গিয়াছে, এখন তাহার চোখে অসুখ হইয়াছে। আমরা কি তাহাকে সুরমা ব্যবহার করাইতে পারি? রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: না, দুই কি তিনবার, প্রত্যেকবারই বলিলেন, না। অতঃপর তিনি বলিলেন, ইহা শুধু চারি মাস দশ দিন মাত্র; অথচ তোমাদের এক একজন নারী জাহেলিয়াত যুগে একবছর পূর্ণ হইলে উটের বিষ্ঠা নিক্ষেপ করিত। মোত্তাঃ
كتاب النكاح
وَعَن أُمِّ سلمةَ قَالَتْ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدِ اشْتَكَتْ عَيْنُهَا أَفَنَكْحُلُهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا» مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا كُلُّ ذَلِكَ يَقُولُ: «لَا» قَالَ: «إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وعشرٌ وَقد كَانَت إِحْدَاهُنَّ فِي الجاهليَّةِ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ»

হাদীসের ব্যাখ্যা:

অজ্ঞানতার যুগে স্বামীর মৃত্যুতে স্ত্রী পূর্ণ একবছর শোক পালন করিত। সে খুব সংকীর্ণ ঘরে বাস করিত এবং সর্বনিকৃষ্ট পরিধেয় পরিধান করিত। কোন রকমের সুগন্ধি ও সুবাসিত জিনিস ব্যবহার করিত না। একবছর পর তাহার নিকট উট, গাধা প্রভৃতি কোন পশু আনা হইত। সে নিজের গুপ্ত অঙ্গ পশুর গায়ে লাগাইত। অতঃপর তাহাকে উট বা ছাগলের বিষ্ঠা দেওয়া হইত আর সে উহা নিক্ষেপ করিত। তবেই তাহার শোক পালন পর্ব শেষ হইত। হাদীসে ইহারই প্রতি ইঙ্গিত করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, সে তুলনায় এ পরিমাণ সময় কিছুই নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান