মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩২৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩২৮। হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, সুবাইয়া আসলামিয়া তাহার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরেই সন্তান প্রসব করিল। অতঃপর সে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বিবাহের অনুমতি চাহিল। তিনি তাহাকে অনুমতি দিলেন; সুতরাং সে বিবাহ বসিল। -বোখারী
كتاب النكاح
وَعَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ: أَنَّ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةَ نُفِسَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ فَجَاءَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذَنَتْهُ أَنْ تَنْكِحَ فأذِنَ لَهَا فنكحت. رَوَاهُ البُخَارِيّ