মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩১৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩১৪। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস ও হযরত আবু বাকরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি জানিয়া শুনিয়া নিজের বাপ-দাদার বংশ ছাড়া অপর বংশের সাথে নিজের পরিচয় দেয়, তাহার প্রতি জান্নাত হারাম। -মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَأَبِي بَكْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حرَام»

হাদীসের ব্যাখ্যা:

জান্নাত হারাম যদি সে উহাকে হালাল মনে করে অথবা ইহার অর্থ, শাস্তি ব্যতীত জান্নাতে যাওয়া হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান