মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩১৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা নিজেদের পিতৃ-পুরুষ হইতে অনাগ্রহ প্রকাশ করিও না। যে নিজের পিতৃপুরুষ হইতে অনাগ্রহ প্রকাশ করিয়াছে, সে কাফের হইয়া গিয়াছে। মোত্তাঃ
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فقد كفر»

وَذُكِرَ حَدِيثُ عَائِشَةَ «مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ من الله» فِي «بَاب صَلَاة الخسوف»

হাদীসের ব্যাখ্যা:

কাফের হইয়া গিয়াছে, – অর্থাৎ, কাফেরের ন্যায় কাজ করিয়াছে অথবা তাহার প্রতি কাফের হইয়া মরার ভয় রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান