মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩০৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩০৯। হযরত মুগীরা (রাঃ) বলেন, সা'দ ইবনে ওবাদা (রাঃ) বলিলেন, যদি আমি আমার স্ত্রীর সাথে কোন ব্যক্তিকে দেখি, তবে আমি তরবারির বুক দ্বারাই তাহার প্রতি ওয়ার করিব, পাশ দ্বারা নহে। তাঁহার এই কথা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিল। তিনি বলিলেন: তোমরা কি সা'দের 'গায়রত' দেখিয়া তাজ্জব করিতেছ? জানিয়া রাখ—আমি সা'দ অপেক্ষাও বেশী গায়রতমন্দ এবং আল্লাহ্ আমা আপেক্ষাও বেশী গায়রতমন্দ। এ কারণেই তিনি প্রকাশ্য ও গোপন সমস্ত অশ্লীল বিষয়কে হারাম করিয়া দিয়াছেন। মানুষের আপত্তি তোড়াকে আল্লাহ্ অপেক্ষা অধিক কেহ ভালবাসে না। এ কারণেই তিনি ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী নবীগণ পাঠাইয়াছেন। (যাহাতে কেহ আপত্তি করিতে না পারে।) আর প্রশংসাকেও আল্লাহ্ অপেক্ষা অধিক কেহ ভালবাসে না। এ কারণেই তিনি (প্রশংসাকারীদের জন্য) জান্নাতের ওয়াদা দিয়াছেন। মোত্তাঃ
كتاب النكاح
وَعَنِ الْمُغِيرَةَ قَالَ: قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: لَوْ رَأَيْتُ رَجُلًا مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفِحٍ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ؟ وَاللَّهِ لَأَنَا أَغْيَرُ مِنْهُ وَاللَّهُ أَغْيَرُ مِنِّي وَمِنْ أَجْلِ غَيْرَةِ اللَّهِ حَرَّمَ اللَّهُ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْعُذْرُ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ بَعَثَ الْمُنْذِرِينَ وَالْمُبَشِّرِينَ وَلَا أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنَ اللَّهِ وَمِنْ أَجْلِ ذَلِكَ وَعَدَ اللَّهُ الْجَنَّةَ»