মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩০৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩০৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা সা'দ ইবনে ওবাদা (রাঃ) বলিলেন, (ইয়া রাসূলাল্লাহ্।) আমি যদি আমার স্ত্রীর সাথে কোন ব্যক্তিকে পাই, তবে কি আমি তাহাকে স্পর্শই করিব না যাবৎ না চারি জন সাক্ষী আনি ? রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ হ্যাঁ। সা'দ বলিলেন, কখনও তাহা সম্ভব নহে। আপনাকে যিনি সত্য সহকারে পাঠাইয়াছেন তাহার কসম! আমি ইহার আগেই তাহাকে তরবারি দ্বারা খতম করিয়া দিব। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের বলিলেন, শুন, তোমাদের সরদার কি বলেন? নিশ্চয় সা'দ বড় গায়রতমন্দ আর আমি তাহা অপেক্ষাও অধিক গায়রতমন্দ এবং আল্লাহ্ আমা অপেক্ষাও অধিক গায়রতমন্দ। -মুসলিম
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: لَوْ وَجَدْتُ مَعَ أَهْلِي رَجُلًا لَمْ أَمَسَّهُ حَتَّى آتِيَ بِأَرْبَعَةِ شُهَدَاءَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» قَالَ: كَلَّا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنْ كُنْتُ لَأُعَاجِلُهُ بِالسَّيْفِ قَبْلَ ذَلِكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْمَعُوا إِلَى مَا يَقُولُ سَيِّدُكُمْ إِنَّهُ لَغَيُورٌ وَأَنَا أَغْيَرُ مِنْهُ وَالله أغير مني» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অন্যকে আপন অধিকারে বিশেষ করিয়া স্ত্রী-কন্যার ব্যাপারে হস্তক্ষেপ করিতে দেখিয়া মনে যে রাগ ও ঘৃণার সঞ্চার হয়, উহাকেই 'গায়রত' বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান