মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩০৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - লিআন
৩৩০৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি ও তাহার স্ত্রীর মধ্যে 'লেআন' করাইলেন এবং সন্তানটিকে সে ব্যক্তির নহে বলিয়া সাব্যস্ত করিলেন। অতঃপর তাহাদের মধ্যে তাফরীক (বিচ্ছেদ) ঘটাইয়া দিলেন এবং সন্তানটিকে স্ত্রীলোকটির সাথে করিয়া দিলেন। বোখারী ও মুসলিম। তাহাদের এই হাদীসেই আরও রহিয়াছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে প্রথমে নসীহত করিলেন ও উপদেশ দিলেন এবং বলিলেন, জানিয়া রাখ, দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি অপেক্ষা বহু সহজ (সুতরাং দোষ করিয়া থাকিলে স্বীকার কর)।
كتاب النكاح
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَاعن بَين رجل وَامْرَأَته فانتقى مِنْ وَلَدِهَا فَفَرَّقَ بَيْنَهُمَا وَأَلْحَقَ الْوَلَدَ بِالْمَرْأَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي حَدِيثِهِ لَهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَظَهُ وَذَكَّرَهُ وَأَخْبَرَهُ أَنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الْآخِرَةِ ثُمَّ دَعَاهَا فَوَعَظَهَا وَذَكَّرَهَا وَأَخْبَرَهَا أَنَّ عَذَاب الدُّنْيَا أَهْون من عَذَاب الْآخِرَة

হাদীসের ব্যাখ্যা:

‘তাফরীক করিয়া দিলেন' – ইহা দ্বারা ইমাম আবু হানীফা (রঃ) এ কথাই বুঝিয়াছেন যে, তাফরীকের জন্য বিচারকের নির্দেশ আবশ্যক। 'লেআন' যথেষ্ট নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান