মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৮১
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮১। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ বিবাহের পূর্বে তালাক দেওয়া যায় না, স্বত্বাধিকার লাভের পূর্বে দাস মুক্ত করা চলে না। রাত্রে কিছু না খাইয়া পর পর রোযা রাখা (শরীআতে) নাই, বালেগ হওয়ার পর আর ইয়াতিমত্ব থাকে না, দুধ ছাড়ানোর পর দুধ খাওয়াইলে দুধমা হয় না এবং রাত্র পর্যন্ত সারাদিন চুপ থাকা বিধেয় নহে। —শরহে সুন্নাহ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا طَلَاقَ قَبْلَ نِكَاحٍ وَلَا عَتَاقَ إِلَّا بَعْدَ مِلْكٍ وَلَا وِصَالَ فِي صِيَامٍ وَلَا يُتْمَ بَعْدَ احْتِلَامٍ وَلَا رَضَاعَ بَعْدَ فِطَامٍ وَلَا صَمْتَ يَوْمٍ إِلَى اللَّيْلِ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী কোন কোন শরীআতে সারাদিন কথা না বলিয়া থাকার বিধান ছিল। ইহা এক রকমের রোযা বলিয়া গণ্য হইত, কিন্তু এই শরীঅতে ইহা বিধেয় নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৮১ | মুসলিম বাংলা