মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৬৮
১০. তৃতীয় অনুচ্ছেদ - স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত
৩২৬৮। হযরত ওমর (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ কোন পুরুষ, যে তাহার স্ত্রীকে মারিয়াছে, এ ব্যাপারে তাহাকে (দুনিয়া ও আখেরাতে) জিজ্ঞাসা করা হইবে না। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُسْأَلُ الرَّجُلُ فِيمَا ضَرَبَ امْرَأَتَهُ عَلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

'জিজ্ঞাসা করা হইবে না'—যদি সে শরীআতের নির্ধারিত সীমার মধ্যে থাকিয়া মারে। যেমন, মুখের উপর না মারে, বেশী না মারে, অন্যায়ভাবে না মারে ইত্যাদি, তবে তাহার বিরুদ্ধে নালিশ করা চলিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান